হাসপাতাল থেকে তারেকের বাসায় খালেদা, সেখানেই চলবে চিকিৎসা

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

লন্ডন ক্লিনিকের ছাড়পত্র মেলার পর ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে তার বাসায় নিয়ে যান।

লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর গত শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) খালেদা জিয়া ছেলের বাসায় উঠেছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, লন্ডন ক্লিনিক ম্যাডামকে ছুটি দিয়েছেন। এখন উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন। এখানেই লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। আমরা যারা ম্যাডামের চিকিৎসক আছি তারাও সার্বক্ষণিক নিয়োজিত থাকব। ইউকের যে নিয়ম আছে, সেই নিয়ম মেনেই বাসায় উনার চিকিৎসা চলবে। সেইভাবে বাসায় সব ব্যবস্থা করা হয়েছে। খবর বিডিনিউজের।

জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডে নেতৃত্ব দিচ্ছেন জন প্যাট্রিক কেনেডি। এই বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জন হপকিংন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পর্যালোচনা করেই তাকে ছাড়পত্র দিয়েছেন। তবে শর্ত রয়েছে, লন্ডন ক্লিনিকের জন প্যাট্রিক কেনেডির ও জেনিফার ক্রস তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন।

লন্ডনের স্থানীয় সময় রাত ৯টার পর ক্লিনিক থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িতে ওঠেন খালেদা জিয়া। গাড়ির পেছনের আসনে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমান। আর তারেক নিজেই চালকের আসনে বসেন। তারেকের পাশের আসনে ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান। বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তারেকের মেয়ে জাইমা রহমান, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান। গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্ররো বিমান বন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা গুজব সেল গঠন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে : সারজিস
পরবর্তী নিবন্ধ৭৮৬