১০ মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা

বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

সড়কে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সচেতনতামূলক রোড শো কর্মসূচি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় যানবাহনের মালিক, চালক, পথচারী ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট, ব্রুশিয়ার ও স্টিকার বিতরণ করেন বিআরটিএর কর্মকর্তাকর্মচারীরা। গতকাল শনিবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় এ রোড শো করা হয়।

এছাড়া চট্টগ্রামকঙবাজার মহাসড়কের মইজ্যারটেক এলাকায় এবং নগরের কালামিয়া বাজার এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিআরটিএ। ওই অভিযানে মোট ১০টি মামলায় বিভিন্ন অপরাধে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে নিবন্ধনবিহীন ২টি অটোরিকশা ডাম্পিং করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। রোড শোতে বিআরটিএর কর্মকর্তা কর্মচারীসহ আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা, বিআরটিসি বাস ও ট্রাক ডিপোর কর্মকর্তা, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও সিএমপির ট্রাফিক বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসক ও ১২ প্রশিক্ষণার্থী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদেশে ফিরলেন প্রধান উপদেষ্টা