মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কা, শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশে মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির যাত্রাবাহী বাসের ধাক্কায় হেফজখানায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. মিশকাতুল ইসলাম ()। গত শুক্রবার বিকেলে চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আনোয়ারা উপজেলার গহিরা রায়পুর এলাকার হাফেজ আবু ছালেহের ছেলে মিশকাতুল ইসলাম চন্দনাইশের গাছবাড়িয়া এলাকার একটি হেফজখানায় পড়তো। ঘটনার দিন সে বাড়ি এলাকায় একটি ওরশে যাওয়ার উদ্দেশ্যে বিকেলে হেফজখানা থেকে বের হয়। এসময় সে মহাসড়ক পার হওয়ার সময় কঙবাজারমুখী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে মহাসড়ক থেকে প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায় এবং ওইদিন রাত ১০টার দিকে তাকে দাফন করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে নিহতের লাশ পরিবারের লোকজন নিয়ে যায়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগও করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধনতুন দুই আন্তঃনগরের টিকেট বিক্রি শুরু, চলবে ১ ফেব্রুয়ারি থেকে
পরবর্তী নিবন্ধরাউজানে প্রতিবাদ, ক্ষোভ কয়েকটি এলাকায় গুলির শব্দ