চট্টগ্রাম–কক্সবাজার রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দুই আন্তঃনগর ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে। যাত্রীদের মাঝে নতুন ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবিএম কামরুজ্জামান আজাদীকে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটের নতুন দুই জোড়া ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু হবে। নতুন দুই ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে।
চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ উদ্বোধনের এক বছর পর চট্টগ্রাম থেকে কক্সবাজার স্থায়ীভাবে দুই জোড়া ট্রেন চলাচল শুরু হওয়ার সিদ্ধান্তে খুশি চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। এই রুটের যাত্রীদের মাঝে উৎসাহ–উদ্দীপনার কমতি নেই। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যাত্রী অনেক। দীর্ঘদিন ধরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পর রেল কর্তৃপক্ষ অবশেষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুই জোড়া নতুন ট্রেন চালু করতে যাচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে সৈকত এক্সপ্রেস। কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রবাল এক্সপ্রেস ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। সৈকত ও প্রবাল এক্সপ্রেস নন এসি হলেও এই দুটি ট্রেন আন্তঃনগর বলে জানান পরিবহন বিভাগের কর্মকর্তারা। এই ট্রেনে খাবারের গাড়িও আছে। এই অঞ্চলের মানুষ এবং পর্যটকদের সুবিধার্থে এই রুটে চলাচলরত স্পেশাল ট্রেনটিকে ২ জোড়া করে (দিনে চট্টগ্রাম থেকে দুইবার যাবে এবং কক্সবাজার থেকে দুইবার চট্টগ্রাম আসবে) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।
ট্রেন ছাড়ার এবং স্টেশনে থামার সময়সূচি : রেলওয়ে পূর্বাঞ্চলের সিদ্ধান্ত অনুযায়ী, সৈকত এক্সপ্রেস প্রথমে চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু হয়ে কক্সবাজার পৌঁছাবে ৯টা ৫৫ মিনিটে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ১০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।
যেসব স্টেশনে দাঁড়াবে : ট্রেন দুটির মধ্যে সৈকত এক্সপ্রেস বিরতি দেবে ৮টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু। আর প্রবাল এক্সপ্রেস থামবে ১০টি স্টেশনে। এর মধ্যে আছে ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু। প্রতি সোমবার এ দুটি ট্রেন বন্ধ থাকবে।
ভ্রমণ পিপাসুদের দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারের পথে চলাচল শুরু করে কক্সবাজার এক্সপ্রেস। যাত্রী চাহিদার কারণে ২০১৪ সালের ১০ জানুয়ারি এ পথে চালু হয় আরেকটি ট্রেন পর্যটক এক্সপ্রেস।