কৃষি জমির টপসয়েল কাটায় ইটভাটার ম্যানেজারকে ৩ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ১১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার শতাধিক ইটভাটায় ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটির যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকো সিন্ডিকেট। পুরো উপজেলা জুড়ে রাতদিন ২৪ ঘন্টা চলছে এসব মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা।

কৃষি জমি, পাহাড়, টিলা, নদীর পাড়সহ কোন কিছুই বাদ যাচ্ছেনা তাদের হাত থেকে। উপজেলা প্রশাসনের প্রতিদিনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামানো যাচ্ছেনা তাঁদের। অভিযানের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বেড়েছে এসব মাটি খেকো সিন্ডিকেটের মাটি ব্যাবসা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে এগারোটায় উপজেলার কেরানী হাট এলাকার NBM4 ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM4 ব্রিক ফিল্ডের ম্যানেজার সাতকানিয়া উপজেলার রসুলাবাদ ৬নং ওয়ার্ড এর মোশাররফ এর পুত্র মো: শাহজাহান (৩৭) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ অভিযানে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম দৈনিক আজাদীকে বলেন, কৃষি জমির মাটি কাটার দায়ে NBM4 নামক ব্রিক ফিল্ডের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে কৃষিজমি ও পাহাড় কাটা রোধে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধর‍্যাব দেখে পালানোর সময় ২৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে : রণধীর