হাটহাজারীর নাঙ্গলমোড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বুধবার বিকালে উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সরোয়ার কামাল স্মৃতি একাদশ ২–১ গোলে মনির আহম্মদ মাস্টার স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রধান অতিথির পক্ষ থেকে ১ লক্ষ ও রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, জাসাস কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম, কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল ইসলাম প্রমুখ।