রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার বাসিন্দা মো. শুভ (২২) ও মো. নাজিম উদ্দিন (২৪)। বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ৪০ লিটার চোলাই মদসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিঙাও জব্দ করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙামাটি শহরে আগুনে পুড়ল ৪ দোকান