চাটগাঁর পথ ভালো
মানুষগুলো আরো ভালো
কথন বচন চলন ভালো
ছড়ায় ছড়ায় ছড়ায় আলো।
চট্টলার সব ভালো সব ভালো!
পাহাড় ভালো ঝরনা ভালো
নারীদের রূপও বেশ ভালো
গল্প কবিতা গানও ভালো
শিমুর বাচিক কণ্ঠ ভালো
ভালোবাসা তার অতি ভালো
দুজনের প্রণয়ের ভাব ভালো।
চট্টলার সব ভালো সব ভালো!
চট্টগ্রামে সৃজন ও ঐক্য দেয় আলো
দেশজুড়ে সুনাম ও সেলাম ভালো
চাটগাঁইয়া ভাষা ভালো।
উৎসব আনন্দে দিন কাটে ভালো
চট্টলার সব ভালো সব ভালো!
রান্নার গুণ ভালো
গুনগুন গানও ভালো
কচিকাঁচা ছেলেবুড়োর মন ভালো
শান্তি আর সম্মানের রেশ ভালো।
চট্টলার সব ভালো সব ভালো!
চারিদিকের সবুজবরণ ভালো
গুণীদের সরব উঠোন ভালো
সকলের কাজ ভালো
হাসি আর আড্ডা ভালো
বিদায়ে মনে হয় পথ কেউ আটকালো
আহা! চট্টলার সব ভালো সব ভালো!