ইউসিবি গলফ টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

১ম ইউসিবি গলফ টুর্নামেন্ট গতকাল ২৩ জানুয়ারি শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার চীফ প্যাট্রন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে মোট ২২০ জন গলফার অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৪ জানুয়ারি শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের সামনে আধুনগর ইউপি চেয়ারম্যানকে নিয়ে হট্টগোল
পরবর্তী নিবন্ধসড়কবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগ