জেলা প্রশাসকের সামনে আধুনগর ইউপি চেয়ারম্যানকে নিয়ে হট্টগোল

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসকের উপস্থিতিতে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিনকে নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে উপজেলার দপ্তর প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন।

এইসময় একদল লোক মতবিনিময় সভা শুরুর আগে অনুষ্ঠানস্থল থেকে তাকে বের করে দেয়ার দাবি জানান এবং ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এতে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এই সময় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন। পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মতবিনিময় সভায় যোগদান করেন। এই সময় তিনি বলেন, আধুনগর ইউপি চেয়ারম্যানকে আজকের মধ্যে (বৃহস্পতিবার) অব্যাহতি দেয়ার অর্ডারটি করে দেব। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার সব ইউনিয়ন পরিষদে কাকে চেয়ারম্যান পদে রাখা যায় তালিকা প্রেরণের নির্দেশ দেন ইউএনওকে।

এদিকে, জেলা প্রশাসকের এমন নির্দেশনার পর আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের পক্ষে একদল সমর্থক উপজেলা পরিষদ এলাকায় এসে জড়ো হয়। এই সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে আধুনগর ইউপি চেয়ারম্যানকে অব্যাহতির নির্দেশ বাতিলসহ বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, অব্যাহতির ব্যাপারে তাকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

আধুনগর ইউপি চেয়ারম্যানের অব্যাহতি কার্যকর করা হয়েছে কিনা জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধইউসিবি গলফ টুর্নামেন্টের উদ্বোধন