চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবারও প্রার্থী দেয় নি সমমনা আইনজীবী সংসদ। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসা সংগঠনটি এ নিয়ে টানা চতুর্থ বার সমিতির নির্বাচনে প্রার্থী দেয়নি। গতকাল সংগঠনের নেতৃবৃন্দ বৈঠক করে নির্বাচনে না যাওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন।
সমমনা আইনজীবী সংসদের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মুনির চৌধুরী টিপু দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত বলেন, আমাদের প্রত্যাশা ছিল সমমনা নির্বাচনে আসবে। কিন্তু শেষ পর্যন্ত সংগঠনটি মনোনয়নপত্র সংগ্রহ করে নি। তিনি বলেন, আজকে (গতকাল) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। ইতিমধ্যে সমন্বয় ও ঐক্য পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, এবারের ন্যায় ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী দেয়নি সমমনা আইনজীবী সংসদ।