রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় সেচের পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকবৃন্দ। গতকাল বুধবার উপজেলার পূর্ব সরফভাটা রূপনগর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল আবুধাবির সহ সভাপতি মুহিবুল্লাহ মারুফী, বখতিয়ার ইসলাম মিয়াজী, মো. আইয়ুব, মো. নাছের, মো. কালাম, মো. আবদুল সফুর, নূর করিম, আবুল কালাম, মো. ইউসুফ, বদরুছ মেহের, মো. ওসমান, মো. আলম, মো. জালাল, আবু তাহের, মো. আবু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারা উপজেলার পূর্ব সরফভাটা গ্রামের কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় সারে বিল, জনের বিল, খরাতের বিল, ফিরিঙ্গাখীলসহ আশেপাশের ১২০০ কানি কৃষি জমির প্রায় ৫০০ জন কৃষক স্কীমের (সেচ প্রকল্প) মাধ্যমে পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু স্কীমের পরিচালক পানি সেচের টাকা দিন দিন বাড়িয়ে চলেছেন। আশেপাশে স্কিমগুলোতে কানি প্রতি সেচ দিতে ১২০০ টাকা হারে নির্ধারণ করা থাকলেও এই বিলগুলোতে প্রতিবছর ২০০ টাকা করে বৃদ্ধি করতে করতে বর্তমানে ২০০০ টাকা নির্ধারণ করেছেন। সেচের দাম কম নেয়ার আশ্বাসে ইতিমধ্যেই বীজতলা করা হয়ে গেছে এবং এগুলো রোপনের উপযুক্ত হয়ে গেছে। দুয়েকদিনের মধ্যে রোপণ করা না গেলে সেগুলোও নষ্ট হয়ে যাবে। তারা কানি প্রতি সেচের দাম ১২শ টাকা রাখার দাবি জানান। অন্যথায় তারা এই মৌসুমে চাষাবাদ করবেন না বলে হুশিয়ারি দেন। ইতিমধ্যেই এ ব্যাপারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।