৭৯ প্রতিবন্ধীসহ ১০৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

এস জেড এইচ এম ট্রাস্ট

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (.)-এর ১১৯তম ওরশ শরিফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) বৃত্তি তহবিল আয়োজিত প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন প্রতিবন্ধীসহ মোট ১০৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬,৮৭,০০০ টাকার শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান গত ২১ জানুয়ারি ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চবি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের দরবার চিরাচরিতভাবেই খেদমতের কেন্দ্র। একটা সময় ছিল এটা অনানুষ্ঠানিকভাবে করা হতো। সামনে না আসলেও নেপথ্যে থেকে আউলিয়া কেরামগণ যুগে যুগে জাতি গঠনে সহযোগিতা করেছেন। স্বাগত বক্তব্য দেন, বৃত্তি তহবিলের সদস্য সচিব আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী ও কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ডা. কৌশিক সাইমুন শুভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে ৫২ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ