মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা () সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার বিকালে আহরণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম। শুরুতে প্রার্থনা কবিতা পাঠ করেন সহকারী শিক্ষক তাহমিনা আকতার।

সভার সঞ্চালক সহকারী শিক্ষক জিন্নাত সুলতানা আহরণ উদ্যোগের ২৮ বছর পূর্তির সারসংক্ষেপ তুলে ধরেন।

আহরণ শব্দের অর্থ, আহরণ প্রসঙ্গ, আহরণ কণিকা ও আহরণ ঘোষণাপত্র পাঠ করেন সহকারী শিক্ষক লাভলী আচার্য্য, মিত্রানী কর, রঞ্জনা দত্ত ও মো. ফখরুল ইসলাম। আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পোড়া অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের সভা