ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন ক্যাপিটল দাঙ্গায় দোষী একজন

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

চার বছর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে জেল খাটা একজন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা সেদিন ভুল করেছিলাম। এর আগে ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কার্যদিবসেই ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় ১,৬০০ জন দাঙ্গাবাজকে ক্ষমার আদেশ দেন। তবে এই আদেশের পরই দোষী সাব্যস্ত পামেলা হেমফিল ক্ষমা প্রত্যাখ্যান করেন। তিনি বিবিসিকে বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনও ক্ষমা হওয়া উচিত নয়।

দাঙ্গায় জড়িত থাকার ঘটনায় দোষ স্বীকার করে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন পামেলা হেমফিল। তিনি বলেন, ক্ষমা গ্রহণ করা হলে তা কেবল ক্যাপিটল পুলিশ কর্মকর্তা, আইনের শাসন এবং আমাদের জাতিকেই অপমান করা হবে। পামেলা আরও বলেন, আমি দোষী ছিলাম বলেই দোষ স্বীকার করেছিলাম। তাই এখন ক্ষমা গ্রহণ করলে তা তাদের (ট্রাম্প প্রশাসন) গ্যাসলাইটিং এবং মিথ্যা বয়ানেই নতুন মাত্রা যোগ করা হবে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচীনের ওপর ১০ শতাংশ শুল্ক, ৫শ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির দুদিনের মাথায় ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ