একদিনেই ডাবল হতাশা সাগরিকার দর্শকদের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

বিপিএলের চট্টগ্রাম পর্বের আজ শেষ দিন। গতকাল ছিল চট্টগ্রাম পর্বে স্বাগতিক চিটাগাং কিংসের শেষ ম্যাচ। একই দিনে ম্যাচ ছিল চট্টগ্রামের সন্তান তামিম ইকবালের দলেরও। তাই দর্শকদের আকর্ষন ছিল বেশি। একই দিনে একটি প্রিয় দল আর একজন প্রিয় ক্রিকেটারের সাফল্য দেখা যাবে। তাইতো সেই সকাল থেকেই দর্শকরা ভীড় করতে থাকে সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। এবারের বিপিএলে শুরুটা হার দিয়ে করলেও ঢাকা এবং সিলেট মিলে টানা তিন ম্যাচে জিতে নিজেদের ভেন্যু চট্টগ্রামে এসেছিল চিটাগাং কিংস। এসেই তারা ঘোষনা দিয়েছিল নিজেদের মাঠে যে পাঁচটা ম্যাচ রয়েছে তার সবগুলোই জিততে চায়। শুরুটাও করেছিল কিংস দুর্দান্ত। নিজেদের মাঠে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল। কিন্তু পরের দুই ম্যাচে বরিশাল এবং রংপুরের কাছে হেরে বসে। আর সে দুই হারের প্রভাব পড়ে গ্যালারীতেও। চিটাগাং কিংসের আগের ম্যাচে তেমন দর্শক হয়নি গ্যালারীতে। কিন্তু সে ম্যাচটি জিতে নেওয়ায় আবার আগ্রহ বাড়ে দর্শকদের। ফলে গতকাল প্রিয় দলের শেষ ম্যাচটি দেখতে উপচে পড়ে দর্শকরা। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। কারন নিজেদের মাঠে শেষ ম্যাচটিতেও হেরে গেছে চিটাগাং কিংস। তাও এবারের বিপিএলের সবচআতিে বেশি ম্যাচ হারা দল ঢাকা ক্যাপিটালসের কাছে। ফলে উৎসব করতে এসে হতাশা নিয়ে ফিরতে হয় দর্শকদের। ব্যাটে বলে দর্শকদের হতাশ করেছে চিটাগাং কিংস। নিজেদের মাঠে তিনটি আর ঢাকায় একটি মিলিয়ে মোট চার ম্যাচে হেরেছে চিটাগাং কিংস ৯ ম্যাচের মধ্যে। ফলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে তারা। নানা রঙের জার্সি আর ব্যানার ফেস্টুন নিয়ে খেলণা দেখতে আসা দর্শকদের আশাহত করেছে চিটাগাং কিংস। কারন একরাশ হতাশা নিয়েই যে তাদের প্রিয় দলকে বিদায় জানাতে হয়েছে বিপিএলের ঢাকার শেষ পর্বের জন্য। তারপরও সমর্থকদের আশা অন্তত ঢাকায় গিয়ে আবার স্বরূপে ফিরবে চিটাগাং কিংস। আর বাকি ম্যাচ গুলো জিতে কোয়ালিফায়ারে খেলবে মিথুনশরীফুলরা।

এদিকে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংস হারলেও দর্শকরা কিন্তু মাঠে বসে ছিল পরের ম্যাচে আনন্দ করার আশায়। কারণ পরের ম্যাচটাতে যে খেলতে নামবে চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল। তার দল ফরচুন বরিশালকে অনেকেই সমর্থন না করলেও তামিমের জন্য মাঠে আসেন দর্শকরা। কিন্তু সে তামিমও হতাশ করল চট্টগ্রামের দর্শকরদের। বলা যায় গতকাল যেন দর্শকদের পয়সাও জলে গেল। খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বরিশাল। আর বরিশাল প্রথমে ব্যাট করা মানে তামিম ইনিংস ওপেন করতে নামা। তুমুল হর্ষধ্বনীতে ড্রেসিং রুম থেকে মাঠে প্রবেশ করেন তামিম। কিন্তু মুহূর্তেই সে হর্ষধ্বনিকে থামিয়ে দিলেন দেশের সেরা এই ব্যাটার। খুলনার হয়ে ইনিংসের প্রথম ওভারটা করছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম বলটি খেললেন তাওহিদ হৃদয়। একরান নিয়ে তিনি প্রান্ত বদল করলেন। দ্বিতীয় বলটি মোকাবেলা করতে এলেন তামিম। কিন্তু প্রথম বলটি তার প্যাডে আঘাত করল। খুলনার বোলার এবং ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার সৈকত আঙ্গুল তুলে জানিয়ে দিলেন তামিম আউট। বিষন্ন মনে তামিম ফিরছেন ড্রেসিং রুমের দিকে। আর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারীতে যেন নেমে এলো কবরের নিস্তব্ধতা। আনন্দটাই যেন মাটি হয়ে গেল দর্শকদের। তামিমকে হারানোর পরের বলেই ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানকেও হারায় বরিশাল। ফলে ব্যাটিং ঝড়টা একরকম ফিকে হয়ে যায়। আর দর্শকরাও যেন ধীরে ধীরে স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। কারণ একদিনেই যে দর্শকদের ডাবল হতাশা দেখতে হলো।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের মাঠে শেষ ম্যাচে হেরে মিশন শেষ করল চিটাগাং কিংস
পরবর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়ামের অধিকার রক্ষায় একাট্টা চট্টগ্রাম