ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নারী দলের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব বেশি ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশ নারী দলের। কেবল তিনটি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছে। যার তৃতীয়টি ছিল গতকাল। আগের দুই ম্যাচের দুটিতেই জয় ছিল ক্যারিবীয়ান নারীদের। গতকাল নিগার সোলতানা জ্যোতির দল তুলে নিয়েছে ঐতিহাসিক এক জয়। যে জয়টি সত্যিই খুব বেশি দরকার ছিল বাংলার নারীদের জন্য। কারন সামনের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়েল বিকল্প ছিলনা। যদিও এখনো আরেকটি ম্যাচ জিততে হবে। প্রথমবারের মত খেলতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচটি তাই এখণ ফাইনাল জ্যোতিদের জন্য। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর বাকি দুটি ম্যাচই বাংলাদেশের জন্য ছিল ‘ফাইনাল।’ সেটির প্রথম ফাইনালে বাংলাদেশ জিতেছে ৬০ রানে। সেন্ট কিটসে আগের ম্যাচে ১৯৮ রান করেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার তো পুঁজি আরও কম। ১৮৪ রানেই শেষ ইনিংস। ফিফটি আসে কেবল অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। তবে বিশ্বকাপের আশা জিইয়ে রাখার তীব্র তাড়নায় দারুণ পারফরম্যান্স মেলে ধরলেন বাংলাদেশের বোলাররা। মাত্র ৩৫ ওভারেই ক্যারিবিয়ানরা অলআউট ১২৪ রানে। বাংলাদেশের স্পিনত্রয়ী নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন মিলে শিকার করেন ৭ উইকেট। পেস বোলিংয়ের মারফা আক্তারও অবদান রাখেন দুই উইকেট নিয়ে। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশ পৌঁছে যাবে বিশ্বকাপে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধটিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন