‘জ্ঞান–বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে মীরসরাই উপজেলা পরিষদের উদ্যোগে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গতকাল দিনব্যাপী উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উক্ত মেলায় অংশগ্রহন করে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ সমূহ। সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ঈসমাইল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসাইন, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মাস্টার হোছাইন সবুজ প্রমুখ।