হাটহাজারীতে পিঠা উৎসব

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা প্রায় ৭৮ পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।

গত মঙ্গলবার বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন শিক্ষানুরাগী এম এ শুক্কুর। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মো.শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ইউএনও) . সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক নুর নাহার বেগম।

পূর্ববর্তী নিবন্ধ২৫ জানুয়ারি একই রেখায় ৬ গ্রহ, চট্টগ্রামে দেখার আয়োজন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা