রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কলেজের উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রেেফসর শেখ মুজিবুর রহমান চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এন কে এম শাহারিয়ার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. নাসিম উদ্দিন ও অফিস সহায়ক মো. শামসুল আলম। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, মোহাম্মদ মোকতার হোসেন, সেলিম রেজা, মনোজিত কুমার ধর, . মর্তুজা মোরশেদুল আনোয়ার, শিরীন আক্তার, হুমায়রা রওশন, সালাহ উদ্দিন, ইফতেখার আলম, ইফতেখার হোসাইন, আখতারুজ্জামান, রাহনুমা চৌধুরী, আবদুল মান্নান পাটোয়ারী প্রমুখ।

শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকুয়েতে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ২৫ জানুয়ারি একই রেখায় ৬ গ্রহ, চট্টগ্রামে দেখার আয়োজন