কিছু ভালোবাসায় ভালোলাগা থাকে
কিছু ভালোবাসায় প্রেম,
কিছু ভালোবাসা বিনি সুতোয় গাঁথে
নকশীকাঁথার ফ্রেম।
কিছু ভালোবাসা ভীষণ ভোগায়
শীতের ব্যথার মতো,
কিছু ভালোবাসা বসন্ত নামায়
সারায় মনের ক্ষত।
কিছু ভালোবাসা সত্যি তো নয়
দায়িত্ববোধের খেলা,
কিছু ভালোবাসা বেসে যেতে হয়
করতে নেই অবহেলা।
কিছু ভালোবাসায় শ্রদ্ধা থাকে
দোয়া থাকে তাতে অশেষ,
কিছু ভালোবাসায় প্রত্যহ ঘটে
স্নেহ– সুখের সমাবেশ।
কিছু ভালোবাসা লোক দেখানো
ফন্দিতে ভাঙে মন,
কিছু ভালোবাসা তবুও ভিন্ন
সাজিয়ে দেয় জীবন।