হে আমাদের রব! আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্য ফয়সালা করে দাও এবং তোমার ফয়সালা সর্বাপেক্ষা উত্তম।
– আলকোরানের বঙ্গানুবাদ (৭:৮৯) সূরা আল–আ’রাফ।
তোমাদের মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
– আল হাদীস (ইবনে হাব্বান)।
প্রগতিশীল পৃথিবীতে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে এবং সেটাই স্বাভাবিক।
– ডিজরেইলি।