সেন্ট মার্টিনে কুকুর নিয়ন্ত্রণের পদক্ষেপ

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কুকুর নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে এবং এ বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে ‘সেন্ট মার্টিন দ্বীপে কুকুরের সংখ্যা গণনা ও সচেতনতা জরিপ: অলিভ রিডলি কচ্ছপ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন উপদেষ্টা।

নতুন এ উদ্যোগের ফলে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে কুকুর ব্যবস্থাপনা কর্মসূচি (ডগ পপুলেশন ম্যানেজমেন্ট প্রোগ্রাম) বাস্তবায়ন শুরু হবে। পরবর্তী ধাপগুলোতে আগামী মে মাসের মধ্যে ৫০ শতাংশ কুকুরের বন্ধ্যাকরণ, বর্ষাকালে নিবন্ধিত খাদ্য বিতরণ এবং নভেম্বরের মধ্যে ৯০ শতাংশ কুকুরের বন্ধ্যাকরণ নিশ্চিত করা হবে। ২০২৬ সালের মধ্যে সব নারী কুকুরের বন্ধ্যাকরণ এবং ২০৩০ সালের মধ্যে শতভাগ কুকুরের বন্ধ্যাকরণ সম্পন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে খাদ্য বিতরণ নিয়ন্ত্রণ, নতুন পোষা প্রাণী প্রবেশে নিষেধাজ্ঞা এবং গৃহপালিত প্রাণীদের বন্ধ্যাকরণ নিশ্চিতে নীতিমালা এবং পরে শিশুদের জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রাণী কল্যাণ সংগঠন ‘অভয়ারণ্য’এর প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমদ ও তার দল ‘সেন্ট মার্টিনের কুকুর: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করে। মূল প্রবন্ধে রুবাইয়া আহমদ বলেন, উদ্যোগগুলো সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং অলিভ রিডলি কচ্ছপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধরমজানের পণ্য আমদানি প্রত্যাশা ছাড়াল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার