সার্ভেয়ার নাঈমকে ধরে পুলিশে দিলেন অফিসের লোকজন

জেলা পরিষদের ইজারার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

ইজারার টাকা আদায় করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দিবেন, সেটাই নিয়ম। কিন্তু চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম করলেন তার উল্টোটা। তিনি সংশ্লিষ্ট ব্যাংকে জমা না দিয়ে ইজারার প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে নগরীর কোতোয়ালী থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ অভিযোগটি করেন। পরে গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে সার্ভেয়ার ইমতেয়াজ নাঈমকে জেলা পরিষদ ভবন থেকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে জেলা পরিষদের লোকজন ইমতেয়াজ নাঈমকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন। আগামীকাল (আজকে) ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, অভিযোগটি দুদকের সিডিউলভুক্ত হওয়ায় আমরা সেটি দুদকের কাছে পাঠিয়ে দেব। পরবর্তী কার্যক্রম দুদক এগিয়ে নেবে।

থানায় করা লিখিত অভিযোগে জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ উল্লেখ করেন, গত ২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা/দাখিলার আদায় সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করলে দেখা যায়, ইমতেয়াজ নাঈম এ পর্যন্ত ২৫ টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায় করে আদায়কারী জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক কোর্টহিল শাখার হিসাব নম্বরে জমা করবেন। কিন্তু সেটি না করে সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম ২৫ টি জমা রশিদ বই বাবদ ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন। লিখিত অভিযোগে মো. এজাজ আরো উল্লেখ করেন, সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম ২০১৫ সালের ২ নভেম্বর যোগদান করেন। চাকরি স্থায়ীকরণের পূর্বেও প্রায় ৪ বছর মাস্টাররোলে খন্ডখালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে বলেন, জেলা পরিষদকে তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে হয়েছে। এখন অভিযোগটি দুদকে যাবে। সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগটি দুদক সিডিউলভুক্ত। দুদকই অভিযোগটি তদন্ত করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট
পরবর্তী নিবন্ধরাতের ভোটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু