সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৯ রোহিঙ্গা

তিন দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার এবং তাদের পাচারে জড়িত তিন দালালকে আটক করেছে পুলিশ।

গত সোমবার বিাগত রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন দালাল হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। উদ্ধার ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে। তারা উখিয়াটেকনাফের বিভিন্ন ক্যাম্প এবং আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা। কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মানবপাচারকারী একটি চক্র কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জমায়েত করেছে। এসআই বদিউল আলমের নেতৃত্বে চালানো অভিযানে ১৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে তিন পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জাফর আলমের বসতঘরের পেছনে তাদের জমায়েত করা হয়েছিল। পুলিশের সঙ্গে নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপে নিখোঁজদের খুঁজে ফিরছে ফিলিস্তিনিরা
পরবর্তী নিবন্ধপটিয়া করণখাইন সার্বজনীন শান্তিধামে ঠাকুর রামচন্দ্র দেবের মহানামযজ্ঞ