সিএসইতে লেনদেন ৪.৫৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪.৪৫ কোটি টাকা। ১,৬৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫১১.৫২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৯.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৯.২২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫২.৪৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৪০৫.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৭৩.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫ টির, দাম কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল ছেড়েছেন সাইফ
পরবর্তী নিবন্ধমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্কো রুবিও