চবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। গত রবিবার সকালে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হল একটি ঐতিহ্যবাহী হল। ক্রীড়াসহ বিভিন্ন খেলাধুলায় এ হলের রয়েছে অতীত গৌরব ও ঐতিহ্য। হলের ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনবে এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের তথা দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করবে, এটাই সকলের প্রত্যাশা। তিনি আরও বলেন, ক্রীড়া শরীর ও মনকে সুস্থ রাখে। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে খেলাধুলার জন্য প্রস্তুত রাখতে হবে। পরে চবি উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম.নছরুল কদির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, শাহজালাল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ তাইফুল আলম। শাহজালাল হলের আবাসিক শিক্ষক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন আশিকুর রহমান। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোহাম্মদ শাওন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধস্পোর্টিফাই-সাউদার্ন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
পরবর্তী নিবন্ধসাকিবের রেকর্ডের সামনে দাঁড়িয়ে তাসকিন