দ্য সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নন্দনকাননস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের সিনিয়র সহ–সভানেত্রী ও লায়ন জেলা ৩১৫ বি–৪ বাংলাদেশের প্রাক্তন গভর্নর বেগম কামরুন মালেক।
উপস্থিত ছিলেন দ্য সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের সভাপতি এম এ মালেক, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার এ এস কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক দিলীপ কান্তি দাশ, কোষাধ্যক্ষ মোহসেন আলী মহসিন, সদস্য মহিউদ্দীন বাবুল, জাহাঙ্গীর মিয়া, আ ন ম ওয়াহিদ দুলাল, ফরিদ আহমদ, রতন কুমার বড়ুয়া, ওসমান গণি এবং মহিলা সমিতির সাধারণ সম্পাদক বেগম আবিদা সুলতানা ও সহ–সভানেত্রী বেগম রোকেয়া জামান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।