নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

জন কল্যাণমূলক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্নেল হাটস্থ কর্নেল স্কয়ারে নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নিষ্ঠা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মাইনুল ইসলাম মাহমুদ।

অন্যান্যদের মধ্যে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন আহমদ, ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর আবদুল্লাহ আল মামুন, আজীবন সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন হাসান খসরু, স্বেচ্ছাসেবক টিমের প্রধান এম ইলিয়াছ খান ইমু, শাহজাদা মুহাম্মদ, মাইনুদ্দিন সানজারী, ফাউন্ডেশনের পিআরও আবদুল্লাহ আল মামুন, জালালুদ্দিন মুহাম্মদ হাসান, মোহাম্মদ জাবেদ, মুহাম্মদ বাবু, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ শানজিদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নিষ্ঠা ফাউন্ডেশনের জন কল্যাণমূলক কার্যক্রম ও সমাজের হত দরিদ্রদের মাঝে বিভিন্ন সহায়তা প্রশংসনীয়। ২০১৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে স্বাস্থ্য, চিকিৎসা, দুস্থদের পাশে দাঁড়ানো বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এই কল্যাণমূলক সংস্থা সর্বসাধারণের পাশে সেবা কার্যক্রম চালিয়ে যাবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিবর্গদের মানবিক সেবায় এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তারুণ্যের উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে সুফি নাটক পাখিদের বিধান সভা