আনোয়ারায় গভীর রাতে ৩ গরু চোরকে আটক করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে চাতরী চৌমুহনী বাজারের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কর্ণফুলী থানার জুলদা গ্রামের মো. শফিকের ছেলে মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুর হোসেন (৩৬) ও মো. ইউসুফের ছেলে মো. আরিফুর রহমান (২৬)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার মধ্যরাতে কর্ণফুলী উপজেলা থেকে আনোয়ারায় গরু চুরি করতে আসা ৩ গরু চোর চাতরী চৌমুহনী বাজারের চেকপোস্টে দায়িত্বরত পুলিশের হাতে ধরা পড়ে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।