ফুটপাত দখল ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার

দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার ওয়ারলেস মোড়ে ফুটপাত দখল করে ব্যবসা ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগও জব্দ করা হয়। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও ফুটপাতের উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ‘হারুন ডিপার্টমেন্টাল স্টোর’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘রসুইঘর রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস’কে গ্যাস সিলিন্ডার ফুটপাতের উপর ঝুঁকিপূর্ণভাবে রেখে ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিক্রি করে সেবাগ্রহীতার জীবন বিপন্ন কারার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আজিজ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার