ফটিকছড়ি ও হাটহাজারীর বৌদ্ধ সমপ্রদায়ের মতবিনিময় সভা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ ও হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে উপজেলাদ্বয়ের বৌদ্ধ সমপ্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারি নন্দনকানন বৌদ্ধ বিহারের এ সভায় প্রধান অতিথি ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। আশীর্বাদক ছিলেননন্দনকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু। উপস্থিত ছিলেনবিজয়ানন্দ থের, দিবাকর বড়ুয়া চন্দন, অঞ্জন কুমার বড়ুয়া, মোহাম্মদ গোলাম মোস্তফা, দিপুল বড়ুয়া, আশীষ বড়ুয়া, শ্যামল বড়ুয়া, দুলাল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, শিক্ষক তপন বড়ুয়া, লিটন বড়ুয়া, সাথুয়াংপ্রু মারমা, পবিত্র বড়ুয়া, পুর্ণমাঝি চাকমা, সানু মং মারমা, রনি বড়ুয়া, প্রিয়দর্শন বড়ুয়া, দুদুল বড়ুয়া, রণবীর বড়ুয়া লিংকন, পিজুস বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া তিনু, জয়দত্ত বড়ুয়া, সাগর বড়ুয়া রিমেল, আশিক বড়ুয়া, শাওন বড়ুয়া, দীপংকর বড়ুয়া বাপ্পা, প্রকৌশলী তাপস বড়ুয়া, অসীম বড়ুয়া, টিপন বড়ুয়া, সেফু বড়ুয়া অপূর্ব, রেদাছি মারমা, সুসাইপ্রু মারমা, জহিন চাকমা প্রমুখ।

মতবিনিময় সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিহার সংস্কারের অনুদান, ধর্মীয় স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা, বিবাহ বিষয় এবং অনুদান প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আজিম-হাকিম স্কুলে তারুণ্যের উৎসব
পরবর্তী নিবন্ধসাংবাদিক-সাহিত্যিক বিমলেন্দু বড়ুয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী কাল