নিত্যপণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি ইনসানিয়াত বিপ্লবের

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

নিত্যপাণ্যের উপর নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে গত শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইনসানিয়াত বিপ্লবের ঢাকা গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। নিত্যপণ্যের উপর নতুন করে ভ্যাট ও ট্যাঙ আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। অর্থবছরের মধ্যপথে নতুন করে ভোগ্যপণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ জনগণের উপর জুলুম বলে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধনদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ৪র্থ বর্ষপূর্তি