হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেজাউল করিম নামের ১ ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার দিবাগত রাত ১ টার দিকে নাঙ্গলমোড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকায় রাতের আঁধারে স্কেভেটরের সাহায্যে কৃষি জমির টপসয়েল কেটে ড্রাম ট্রাক যোগে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত এলাকার সিকান্দার মিয়ার পুত্র মো.রেজাউল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এবং অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত যানের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনায় থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা ুসহযোগিতা করেন। অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।