রাঙ্গুনিয়ায় ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের বার্ষিক ক্রীড়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী এবং শিক্ষণীয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, বেলুন, কবুতর উড়িয়ে প্রতিযোগিতা শুরু হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুল আবছার। সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জাবেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষিক ঝুমা আকতার, সহকারী শিক্ষিকা তানিয়া চৌধুরী, আখিঁ আকতার, রিনা আকতার, রাশেদা খানম আফসানা, লাভলী আকতার ও সীমা দাশ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সজল কর, মো.আব্দুল জব্বার, মো. রায়হান, মাওলানা গিয়াস উদ্দীন,মাওলানা আবুল কাশেম, রিপন নাথ, মো.তৌহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ বকতেয়ার।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা :মেয়র
পরবর্তী নিবন্ধপটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভা