যেভাবে জীবন দেখা, সেভাবেই তা অনুভব করা

ইসরাত জাহান | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

আজকের এই তীব্র গতির যুগে, আমরা সব কিছু দ্রুত অর্জন করতে চাই, কিন্তু আমরা কি কখনও থেমে দেখেছি? লিখেছি বা শিখেছি যে, আসলে আমাদের জীবন, আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা কীভাবে আমাদের আগের চেয়ে আরও উন্নত করতে পারে? ‘দেখো, লেখো ও শিখো’ এই তিনটি প্রক্রিয়া কি আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং অর্থবহ করে তুলতে পারে? এই তিনটি সাধারণ কিন্তু শক্তিশালী পদক্ষেপ আমাদের জীবনে মৌলিক পরিবর্তন আনতে পারে।

দেখো, লেখো ও শিখো’ এই তিনটি ক্রিয়া আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো (পর্যবেক্ষণের গুরুত্ব): মানুষের চারপাশের জগৎকে সঠিকভাবে দেখা বা পর্যবেক্ষণ করা শুধুমাত্র দৃষ্টিভঙ্গি নয়, এটি একটি গহীন অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া।

লেখো (চিন্তা প্রকাশের শক্তি): লেখা শুধুমাত্র একটি চিন্তা প্রকাশের মাধ্যম নয়, এটি আত্মপরিচয় এবং অভ্যন্তরীণ অবস্থা অনুধাবন করারও একটি উপায়। যখন আমরা কিছু লিখি, তখন আমাদের মস্তিষ্কে সৃষ্ট চিন্তাগুলো স্পষ্ট হয় এবং আমরা বিষয়গুলো আরও গভীরভাবে বুঝতে পারি।

শিখো (বিকাশের পথে অগ্রসর হওয়া):

দেখো, লেখো ও শিখো’ কেবল একটি কৌশল নয়, এটি আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের উন্নতির একটি পথ। আমাদের চারপাশের পৃথিবীকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, সেই অনুভূতিগুলো যদি সঠিকভাবে লিখতে পারি, এবং সেই লেখার থেকে যদি আমরা শিখে নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে জীবনের মান আরও উন্নত হবে। এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজের জন্যও এক ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।

দেখো, লেখো ও শিখো’ তিনটি পদক্ষেপই যেন জীবনের অভ্যন্তরে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেভাবেই আপনি তা অনুভব করবেন, এবং সেই অনুভূতিগুলো যদি লেখার মাধ্যমে আপনি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তবে তা আপনাকেই শুধু নয়, সমাজকেও বদলে দিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা সদরে সংকীর্ণ রাস্তা ও নালা সংক্রান্ত সমস্যার সমাধান চাই
পরবর্তী নিবন্ধমায়ের মতো