ছাত্র আন্দোলনে আহত ৮ জন উপভোগ করলেন ক্রিকেট ম্যাচ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ৮ জন গতকাল চট্টগ্রামে এসে ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন। খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে মতবিনিময় করেন। আন্দোলনের সময় বর্বরোচিত নির্যাতনের বর্ণনা দেন তারা। জেলা প্রশাসক ফরিদা খানম আহতদের ন্যাশনাল হিরো আখ্যা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিসিবি ডিরেক্টর মোহাম্মদ মনজুর আলম উপস্থিত ছিলেন।

আহত হওয়া ছাত্রজনতার মধ্যে উপস্থিত ছিলেন মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের নৌ স্থাপত্য ও অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র কাজী আশরাফুর রহমান সিফাত, তেজগাঁও সরকারি কলেজের মোহাম্মদ আরাফুল ইসলাম, ছাত্র মোহাম্মদ রিফাত সিকদার, ফোন সার্ভিসিংকর্মী গোলাম আজম, বিক্রয়কর্মী আল আমিন ইসলাম সোয়েব ও মোহাম্মদ জাকির সিকদার, ড্রাইভার মাসুম মিয়া এবং সৈয়দ আবিরুল ইসলাম। ৮ যুবকের মধ্যে তিনজনের এক চোখ অন্ধ হয়ে গেছে, পা কেটে ফেলা হয়েছে দুজনের। একজনের কাঁধের হাড় ভেঙে গেছে। একজনের শরীরে গুলি রয়ে গেছে। ভয়ংকর সময়ের কথা বলতে গিয়ে তারা আবেগ আপ্লুত হন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নতুন বাংলাদেশ গড়ার এই যুদ্ধে হতাহত ছাত্রযুবকদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু অপহরণের ভাইরাল ভিডিওর সেই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান