সন্দ্বীপে যুবদল নেতার মারধরে বিএনপি কর্মীর মৃত্যু

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে ‘পাওনা টাকা’ নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মারধরে বিএনপির রাজনীতিতে জড়িত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার গাছুয়া ইউনিয়নে গতকাল সোমবার এ মারধরের ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন। খবর বিডিনিউজের।

নিহত ৫০ বছর বয়সী আইয়ুব জাহাঙ্গীর বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাকে মারধর করেছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন, যিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও। ওসি মনিরুল বলেন, সুমন ও জাহাঙ্গীরের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। গাছুয়া সীমান্ত মার্কেটের কাছে দুপুরে এটা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সুমন আরও তিনজনকে নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধকাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড পাচ্ছে বিজিবি