চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদার বাড়ি এলাকায় শামসুল আলম নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করছে দুর্বৃত্তরা। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার সময় পূর্ব মাদারবাড়ির দারোগাহাট নবীন সংঘের সামনে এই ঘটনা ঘটে। সদরঘাট থানা পুলিশ জানায়, পূর্ব মাদারবাড়ির ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা হামলা চালিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।