কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ‘চিঠি’ লিখলেন দীপু মনি

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার সকালে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। আসামি আদালতে চিঠি লিখলেও বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) নজরে আসেনি বলে জানা গেছে। খবর বাংলানিউজের।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। দীপু মনিকেও আদালতে হাজির করা হয়। এ সময় দেখা যায়, তার বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার। ডান হাতে কলম। অল্প সময় পর টিস্যুর ওপর লিখতে শুরু করেন দীপু মনি। প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন। তারপর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে তিনি চিঠিটি তুলে দেন। ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরিহিত ছিলেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। পরে তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারেইঙ্গিতে দীপু মনিকে জানান।

কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসত, তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম। একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কার সঙ্গে কথা বলা যায় না।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না, তা নজরে আসেনি। আদালতে শুনানিতে ব্যস্ত ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল চিটাগাং
পরবর্তী নিবন্ধরাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় দুই পক্ষে বাকবিতণ্ডা, হাতাহাতি