চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম রহমান প্রকাশ হাজী সেলিমকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চট্টেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
গ্রেপ্তারকৃত সেলিম রহমান পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা মকবুল সওদাগর বাই লেইনের ২৭৫ টুপিওয়ালা পাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, হাজী সেলিম বর্তমানে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাকে আটক করা হয়েছে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, গত বছরের ১৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুরাদপুরে চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর নেতুত্বে সেলিম রহমান দেশীয় অস্ত্র–সস্ত্র, ককটেল ও লাঠি সোটা নিয়ে অর্তকিত হামলা চালায়। তাদের হামলায় ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার মিস্ত্রী মো. ফারুক নিহত হন এবং ৪০/৫০ জন সাধারণ ছাত্র গুরুতর আহত হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।