চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানা পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
আটককৃতরা হলেন-পাহাড়তলী থানাধীন খুলশী সেগুন বাগান এলাকার গোলাম রসুলের ছেলে মোঃ জুম্মান এবং একই এলাকার মোঃ আসলামের ছেলে মোঃ ফিরোজ (২০)।
ওসি জানান, এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর লালদীঘি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।