চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে সংঘের প্রতিষ্ঠাতা বেগম ফাহমিদা আমিনের স্মরণসভা গত ১৮ জানুয়ারি সংঘের সভানেত্রী বেগম জিনাত আজমের সভাপতিত্বে চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি জায়তুন্নেসা জেবু।
প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। তিনি বেগম ফাহমিদা আমিনকে নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া আলোচনায় আরো অংশ নেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি বেগম খালেদা আউয়াল, অধ্যাপক সালমা রহমান, কবি ফরিদা ফরহাদ, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, মেহের আফরোজ হাসিনা, রুহি মোস্তফা, অধ্যাপক আয়েশা পারভিন চৌধুরী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, রোকসানা বন্যা, মর্জিনা আখতার, শাহরিয়ার ফারজানা, আখতারী ইসলাম প্রমুখ। স্মরণসভায় বেগম ফাহমিদা আমিনের জন্যে সরকারি স্বীকৃতি আদায়ের দাবি উত্থাপন করা হয় এবং সংঘ কর্তৃক বেগম ফাহমিদা আমিনের নামে সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।