নানা আয়োজনে উদযাপিত হবে দ্বিতীয় চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) দিবস। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ঢাকা এর ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেসবজ্ঞিপ্তি।