বক্সিরহাট থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন বঙিরহাট এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম কাসিম উল্লাহ প্রকাশ রাকিব। তিনি বাঁশখালীর সরল এলাকার মো. ইউনুছের ছেলে। গত শনিবার বিকালে অভিযান চালিয়ে র‌্যাব৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের গণমাধ্যম শাখা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, বাঁশখালী থানায় গত ১৭ জানুয়ারি দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি রাকিব। বঙিরহাটে তার অবস্থান শনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোর মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় দিবস কাল