শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে

নগর জামায়াতের সমাবেশে শাহজাহান চৌধুরী

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী মহানগরী আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের মূল উপাদান হচ্ছে আনুগত্য। যে সংগঠনে আনুগত্য নেই, সে সংগঠনে শৃঙ্খলা নেই। আর শৃঙ্খলাই যদি না থাকে, তাহলে সংগঠনে বহু লোকের ভিড় জমলেও এর কোনো মূল্য নেই। ইসলামে আনুগত্যের তাৎপর্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ ও রাসূলের আদেশ অনুযায়ী চলতে হবে, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকতে হবে। তিনি জামায়াতে ইসলামী দেওয়ান বাজারস্থ কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মহানগরী সেক্রেটারির অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বাশার, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ডা. সিদ্দিকুর রহমান, শফিউল আলম ছোবাহানী, তানজীর হোসেন জুয়েল, মুহাম্মদ ইব্রাহিম রনি, মুহাম্মদ আলী, আমির হোছাইন, মাহমুদুল আলম, ফারুকে আজম, জাকির হোসাইন, অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, আব্দুল গফুর, আহমদ খালেদুল আনোয়ার, অধ্যাপক আলমগীর ভূঁইয়া, মাহবুবুল হাসান রুমী, মোহাম্মদ নুরুল আলম, সুলতান আহমদ, জসিম উদ্দীন সরকার, মোস্তাক আহমেদ, আমান উল্লাহ, হাবিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায় স্বচ্ছতা ও প্রতিশ্রুতি থাকতে হবে
পরবর্তী নিবন্ধউরকিরচরে লাল মিঞা শাহ (রহঃ) ওরশ ২৩ জানুয়ারি