মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পাবলিক সার্ভিস সেক্রেটারিয়েট নাসরিন আক্তার, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন, মো. রেজাউল মোস্তফা, মোস্তফা মোরশেদ, ইয়াছিন আরাফাত, ফারিয়া সিদ্দিকা,নিঝুমসহ ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীগণ। বক্তারা ব্লাড ব্যাংকের সেবা কার্যক্রমকে আরো সুন্দর ও এগিয়ে নেওয়ার আহবান জানান। গত ২০২৩ – ২০২৪ অর্থ বছরে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মাধ্যমে ৩০০০ এর অধিক রক্ত জোগাড় করতে সক্ষম হয়। তার মধ্যে ৫৫০ এর অধিক রক্তদান মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবী রক্ত যোদ্ধারা সংগ্রহ করে থাকেন। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক চট্টগ্রাম সিটি ও জেলা ছাড়াও ঢাকা, কুমিল্লা, সিলেটে প্রতিনিধির মধ্যে বেশকিছু ব্লাড জোগাড় করে থাকে।