ফটিকছড়িতে দিনে দুপুরে ভাড়া বাসায় চুরি

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌর সদরে দিনেদুপুরে একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যবর্তী সময়ে উপজেলা পরিষদের পিছনে আঞ্জুমানে মুনিরীয়া বারীয়া ভবনের ৩য় তলায় স্বাস্থ্য সহকারী নিলু আক্তারের বাসায় এ ঘটনা ঘটে।

নিলু আক্তার জানান, তিনি ২ বাচ্চাকে সকাল ৯টার দিকে স্কুলে পাঠিয়ে চাকরির জন্য বাসায় তালা দিয়ে বেরিয়ে যান। এরপর ১টার দিকে বাচ্চারা লাঞ্চ টাইমে বাসায় আসলে দেখতে পায় বাসার দরজার তালা ভাঙা এবং বাসার ভেতরের সবকিছু তছনছ করা। পরে দেখা যায় নিলু আক্তারের ৩ ভরি স্বর্ণ এবং নগদ ৫০ হাজার টাকা চোরেরা নিয়ে যায়।

এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশ্যাম বেনেগাল: নবতরঙ্গের উজ্জ্বল জ্যোতিষ্ক
পরবর্তী নিবন্ধপুলিশ কমিশনারের পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন