নিয়তি

মলিনা মজুমদার | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

বাপের বাড়ি নাইওরি মন

স্মৃতির কাব্যে গাঁথা,

শ্রাবণ মাসের ভেজা আলে

কচি সবুজ পাতা।

মেঘের ওপর মেঘের নাচন

বৃষ্টি নামে গায়,

পঁচাত্তরের মা গো বুড়ি

বকে ঘরে আয়।

বয়সটা তো একান্নতে

অন্তর যেন বারো,

ভাইপোভাইঝির টানাটানি

এক্কাদোক্কা পারো?

অদলবদল সময় কেবল

মনের ডানা মেলে,

ছোট্ট বেলার রান্নাবাটি

জোয়ার ভাটা খেলে।

ভোরের বাতাস স্মৃতির ভেলায়

শান বাঁধানো ঘাটে,

কাঁঠাল তলায় সই লিপিকা

হৃদ আঙিনায় হাঁটে।

যাচ্ছি ছেড়ে বাপের বাড়ি

জড়িয়ে লাল রং

নিয়তিও সেজেই গেলো

এই সংসারে সং।

পূর্ববর্তী নিবন্ধবাবার শেষ স্মৃতি
পরবর্তী নিবন্ধনগরজীবনে ফুটপাত এবং জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব