বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১টা দিকে হঠাৎ করে দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মো. ইউনুসের বিকাশ ও মোবাইল পার্টসের দোকান, মো. এনামের দোকান, হারুনুর রশিদের তরকারির দোকান, রুবেল হোসেনের মুদি দোকান, শেখ আজিজ আহমেদের রাইচ মিল, মো. কাশেমের ২টি দোকান সহ মোট ৭টি দোকানের মালামাল পুঁড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টা নাগাদ অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ১টার দিকে মোবাইলে কল আসলে জানতে পারি আমাদের দোকান আগুনে পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় জনগন এগিয়ে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এ সময় অধিকাংশ দোকানের মালামাল পুঁড়ে অন্তত ২৫–৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারছড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণ চলে আসার খবর পেয়ে আমরা ফিরে আসি।
খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় সার্বিক সহযোগিতার জন্য।